পাষণ্ড নরাদম !
হায়রে শিক্ষা আরো আভিজাত্য তোর
আচার আচরণ এমন নিকৃষ্ট যার জন্য
তুই স্রষ্টার নিকট অভিশপ্ত জীবন ভর!
মাথার ঘাম পায়ে ফেলে করেছে মানুষ
উচ্চ শিক্ষায় শিক্ষিত আরো ইহ জগতে
সহায় সম্পদ লাভ করেও তুই অমানুষ!
একবার কি টনক নড়েনি রে তোর মনে
মা বাবা তাঁদের জীবনে আরাম আয়েশ
সব কিছু বিসর্জন দিয়েছেন মনে প্রাণে!
রে পাষণ্ড নরাদম হতভাগা কি যে হলো
যাঁদের পায়ের নিচে তোর বেহেশত রয়
তাঁদের বৃদ্ধাশ্রমে দিয়ে সবই ভেস্তে গেল!
এখনো ভালো সময়টি অপেক্ষায় আছে
যা মাফ চেয়ে নিয়ে ওঁদের সন্তোষ্টি লাভ
করে স্রষ্টা চাইলে দিতে পারেন সব মুছে!