পিতার সন্তুষ্টি

বাবা একাই একটি প্রতিষ্ঠান যেন বটবৃক্ষ
যে কোনো পরিস্থিতিতেই আগলে রাখেন
ছায়ার মতো পাশে থাকেন নির্ভরতা দেন
নিজের অনেক সমস্যা সত্ত্বেও সন্তানদের
সুরক্ষায় নিজে সহ্য করেন কত কষ্ট দু:খ।

সন্তানের জন্যই জীবনের ঝুঁকি নেন যিনি
কল্যাণে পিছপা না হয়ে কখনো আপাত
গম্ভীর খোলসের আড়ালে থাকে তাঁর অন্য
রূপ বাইরেরটা শক্ত খোলসে আটকে আর
ভেতর নরম নারকেলের মত রাখেন তিনি।

সন্তানের সংকটে চোখের জলও ফেলেন
নিভৃতে আরো সামনে দাঁড়ান বর্মের মতো
করোনাকালেও সন্তানদের জন্য বাবাদের
উৎকণ্ঠা অবিকল সন্তানের জন্যই বাবারা
নিজ ভয়কে বিসর্জনে জয় করে তোলেন।

বাবা তাঁর সন্তানের কাছেই আদর্শ কতো
জীবন যুদ্ধের সত্যিকারের নায়কের মত
সন্তানেরা গুরুগম্ভীর বাবাকেই ভালবাসে
ঠিকই হয়তো মুখ ফুটে বলতেও পারে না
স্নেহ মমতা মোহ মায়া মন মন্দিরে যতো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *