পুলসিরাত !
আল্লাহ তাআলার নেয়ামত তাওবা করা
সৃষ্টি কর্তার কাছে ক্ষমার জন্যে পথ ধরা।
বান্দাকে ক্ষমার উপলক্ষ্য খোঁজেন তিনি
যা কেন্দ্র করে বান্দার মুক্তি দিবেন যিনি।
তাছাড়া দান করতে পারেন মাগফেরাত
তাঁর দয়ায় নিমিষে পার হবে পুলসিরাত!
আর্থিক অভাব-অনটন থেকে মুক্তি দেন
আল্লাহ বান্দার চরম দুশ্চিন্তা দূরেই নেন।
দুনিয়া ও পরকালে মঙ্গল প্রয়োজন যার
করো অনেক বেশি তাওবা ইসতেগফার!
যে জন নিয়মিত ইসতেগফার করে যায়
সে সকল সংকটে উত্তরণের রাস্তা পায়!