প্রকৃতিতে ঠাঁই
প্রকৃতি জোগায় খাবার
পোষাক পরিচ্ছদ সবার।
রোগে ঔষধ দেয় কত
উপশম ও হয় শত শত।
শোকে সান্ত্বনার আলো
তাই আছি কত ভালো।
মাথা গোঁজার দেয় ঠাঁই
প্রকৃতিতে সুবিধা পাই।
অগ্রগতির উৎসাহ দেয়
অলসতা কাড়িয়ে নেয়।
যোগায় মনেরই প্রশান্তি
দূরে যায় অসংখ্য ক্লান্তি।