প্রকৃতির সৌন্দর্য
গাছে গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল,
ছোট মেয়েরা হাটছে কানে দিয়ে দুল।
অপলক দৃষ্টিতেই তাকিয়ে কত আছে,
কেউ নীচ থেকেই যত কুড়িয়ে নিয়েছে।
রয়েছে লাল গোলাপ ও সাদা গোলাপ,
অন্যরা নিচ্ছে ফুল শিশু করছে বিলাপ।
বকুল জবা জুঁই চামেলি শাপলা শিমুল,
অযত্ন অবহেলা থাকলে হবে সব নির্মূল।
অর্কিড সূর্য্যমুখী ক্যামেলিয়া পদ্ম বেলি,
খুশিতে কুড়ায় শিশুরা করে টেলাটেলি।
কামিনী স্বর্ণচাপা গাঁদা ডেইজি ও চেরি,
পরিচর্যার অভাবে কত ফুল যায় ঝরি।
প্রকৃতির সৌন্দর্য কতই যেন চমৎকার,
হরেক রকম ফুলের আরো কত বাহার।