প্রদীপ জ্বলে
জীবনে যদি কখনো নাহি আসেলে শান্তি
নিরাশ হবেনা হয়তো অপেক্ষায় প্রশান্তি।
ধৈর্য ধরে অবস্থান থেকে যাও চেষ্টা করে
সত্যনিষ্ঠ ভাবে কাজ কর ঠিক পথ ধরে।
প্রতি মূহুর্তেরই যথাযথ মূল্য দিয়েছে যত
সুখ শান্তি ঐশ্বর্য বিত্তশালী হয়েছে তত।
এ পৃথিবীতে ধনী গুণী হয়ে গেছেন যারা
সময়ের মূল্য দিয়ে সফল হয়েছেন তারা।
অলসভাবে যত বসে থাকেন ইহ জগতে
কর্ম বিমুখ অলসরা কষ্ট পাবে দু’ জগতে।
সময়নিষ্ঠভাবে সকলের উচিৎ কাজ করা
বেকার কর্ম বিমূখ খাবে সকল স্থানে ধরা।
পরিশ্রম কর সঠিক জ্বালাতে জীবনে দ্বীপ
একনিষ্ট ও সময়নিষ্ঠ কাযে জ্বালায় প্রদীপ।