ফেসবুকের আয়ের উৎস (যেভাবে টাকা আয় করে)
ফেসবুক আমরা প্রায় সবাই ব্যবহার করি। আমরা তো ফেসবুককে কোন টাকা দেই না।
তাহলে ফেসবুক কিভাবে আমাদের ফ্রী সেবা দেয়। অনেকের মাথায় এটি আসে কিভাবে তারা আয় করে।
আমি আপনাদের বলব কিভাবে ফেসবুক আয় করে।তারা মুলত আমাদের মাধ্যমেই টাকা আয় করে।
ফেসবুক প্রথম তাদের যাত্রা শুরু করে ২০০৪ সালের ফেব্রুয়ারির ৪ তারিখে ।
এটি প্রতিষ্টা করেন মার্ক জুকারবার্গ। বর্তমানে ফেসবুকে ১০০ কোটির উপরে ব্যবহারকারী আছে।
ফেসবুক ৭০ টা ভাষায় ব্যবহার করা যায় । এটি ব্যবহার করতে কোন অভিজ্ঞতা লাগে না।
এখানে একজন ব্যবহারকারী তার জীবনটা রাঙিয়ে নিতে পারে । এখানে সে তার মুহুর্ত গুলো সবার সাথে শেয়ার করতে পারে।
কিভাবে ফেসবুক আয় করেঃ
ফেসবুক মুলত তাদের বিভিন্ন মাধ্যম থেকে আয় করে থাকে ।
তার মধ্যে তারা সব থেকে বেশি আয় করে বিজ্ঞাপনের থেকে । ফেসবুকর আয়ের ৭০ ভাগ আসে বিজ্ঞাপন থেকে।
আসুন বিস্তারিত জানি ।
ফেসবুক আয়ের ৫৫ ভাগ আসে ওয়েব বিজ্ঞাপন থেকে । অনেক নামি দামি কোম্পানি আছে যারা ফেসবুকে তাদের কোম্পানির প্রচারনা চালায় আর এটার জন্য তাদেরকে টাকা দিতে হয় ।
মুলত ফেসবুকের সাফ্যলের মুলে এই বিজ্ঞাপন ।
এরা কয়েক ধরনের অ্যাড দেয় তার মধ্যে :
০১। লাইক অ্যাডঃ
অনেক সময় আপনাকে বলে এই পেজ টাতে লাইক দিতে এই ধরনের অ্যাড ।
০২। সাইডবার অ্যাডঃ
আপনি যখন ফেসবুকে ঢুকেন তখন দেখবেন আপনার ফেসবুকের ডান পাশে Sponsored লেখা থাকে এটিই মুলত অ্যাড।
০৩। Sponsored stories :
এই অ্যাডটি থাকে পোস্ট এর মাঝে ।এখানে দেখানো হয় আপনার কোন বন্ধু এই পেজটিতে লাইক করেছে বা ফটো শেয়ার করেছে।
০৪। তাছাড়া ফেসবুক পেজের পোস্ট নামে আরেকটি অ্যাড দিয়ে থাকে।
মোবাইল বিজ্ঞাপনঃ
ফেসবুক আয়ের ৩০ ভাগ আসে মোবাইল থেকে । দিন দিন এই আয়ের ভাগটা বাড়ছে ।
মানুষ এখন মোবাইল থেকে বেশি ফেসবুক ব্যবহার করছে।
মোবাইল এ ফেসবুক যে বিজ্ঞাপন দেয় সেটি মুলত তাদের না তারা AdMob এবং iAD থেকে তাদের মোবাইলে বিজ্ঞাপন দেয়।
নতুন করে ফেসবুক আরো একটি মোবাইল সাইট কিনে নিয়েছে সেটি হলো instagram এটির মাধ্যমে ও তারা আয় করবে।
অন্যান্য উৎসঃ
ফেসবুক উপরের গুলো বাদে ও আরও কিছু মাধ্যমে আয় করে।
সেগুলো হলো
ফেসবুক গেমসঃ
ফেসবুকে বিভিন্ন গেমস আছে যেগুলো অনেক নামকরা। যেমন Farmvillie, Mafia Wars, City ville, Empire & allies এছাড়া আরো অনেক নামকরা গেমস আছে।
এই গেমস গুলো Zynga এর গেমস । যখন কেউ টাকা দিয়ে এই গেমস গুলো খেলে তখন ফেসবুক এখান থেকে টাকা পায় ।
গেমস থেকে অর্জিত টাকার মধ্যে Zynga পায় ৭০ ভাগ এবং ফেসবুক পায় ৩০ ভাগ।
ফেসবুকে গিফট কেনাঃ
ফেসবুক গিফট বিক্রি করে ও আয় করে । যখন কোন বন্ধুর জন্মদিন বা অন্য কোন দিনে ফেসবুক থেকে গিফট পাঠানো হয় এখান থেকে ফেসবুক আয় করে ।
ফেসবুক ক্রেডিটঃ
ফেসবুক ক্রেডিট বিক্রি করে আয় করে । এই ক্রেডিট গুলো গেম খেলার সময় কাজে লাগে।
ফেসবুকের অর্থের পরিমানঃ
ফেসবুক ২০১২ সালে আয় করে ৫.১ বিলিয়ন ডলার।
এদের ব্যয় হয়েছিলো ৫৩৮ মিলিয়ন ডলার।
বর্তমানে ফেসবুকের দাম ১৫.১০ বিলিয়ন ডলার।
মোট শেয়ার আছে ১১.৭৫ বিলিয়ন ডলার।
এদের মোট লোকসংখ্যা ৫২৯৯ জন ২০১৩ সালের জুন পর্যন্ত ।
তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ফেসবুক কিভাবে আয় করে।
মোটকথা ফেসবুক আমাদের মাধ্যমেই আয় করে।আর কোন প্রতিষ্ঠান সাফল্যের মুলে থাকে তাদের অর্জিত আয়।