ফ্রি মোবাইল ব্লগ ওয়েবসাইট তৈরি করুন

প্রায় সকল ধরনের কাজ এখন এনড্রেয়েট মোবাইলে করা যায়। আপনি ব্লগ ওয়েবসাইট মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন। অবশ্য এর জন্য আপনাকে বেসিক কিছু বিষয় জানা থাকতে হবে।

ব্লগ ওয়েবসাইট কি? ব্লগ ওয়েবসাইট হল একটি নিদিষ্ট বিষয়কে কন্দ্রে করে লেখা লেখি করা। আপনি চাইলে একই সাথে অনেক গুলো বিষয় একটি ব্লগ সাইটে কভার করতে পারবেন।

এই ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ফোন লাগবে। তবে আপনার মোবাইল ফোনটি যেন এনড্রেয়েট মোবাইল হয়।

হ্যাঁ এনড্রেয়েট মোবাইন ফোনে ব্লগ সাইট মেইনটেইন করার কিছু সমস্যা হয়তো হবে। কিন্তু প্রতিদিন ব্যবহার করলে একটা সময় অভ্যাস হয়ে যাবে।

মোবাইল দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করে আয় করা সম্ভব কী ?

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার ৫টি ফ্রি প্লাটফম

Blogger

WordPress

Weebly

Yola

Squarespace

ব্লগ ওয়েবসাইট কেন তৈরি করা হয়?

দুইটি কারনে ব্লগ সাইট তৈরি করা হয়ে থাকে। প্রথমত আপনার চিন্তা-ভাবনা সমস্ত পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য এবং দ্বিতীয়ত অর্থ আয় করার উদ্দশ্য নিয়ে।

আপনি যদি অর্থ আয় করার উদ্দশ্য নিয়ে ব্লগ সাইট তৈরি করতে চান সেক্ষেত্রে কিছু বিনিয়োগ করতে হবে।

ফ্রি ওয়েবসাইট যেহেতু তৈরি করবেন সেহেতু আপনার উদ্দশ্য হবে নিজের মতামত অন্যের কাছে প্রকাশ করার লক্ষে।

মোবাইল দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করে আয় করা সম্ভব কী ?

আপনার ওয়েবসাইট কম্পিউটার বা মোবাইল যা দিয়ে তৈরি করা হোক না কেন। তার থেকে ইনকাম করা সম্ভব।

এখানে ব্যবহারকৃত ডিভাইসটি বড় বিষয় নয়। আপনার ব্লগিং ওয়েবসাইটি আয় করার জন্য কতটা প্রস্তুত সেই বিষয়টা বড়।

সুতরাং এই বিষয়টা নিয়ে চিন্তা করার কোন দরকার নেই যে, আপনি মোবাইল দিয়ে ব্লগ সাইট তৈরি করলে আয় করতে পারবেন না।

হ্যাঁ মোবাইল দিয়ে কাজ করতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া মোবাইল দিয়ে ওয়েবসাইট রিলেটেড সকল কাজ করা সম্ভব। শুধু আপনাকে জানতে হবে কিভাবে করতে হবে।

মোবাইল ব্লগ সাইট তৈরি করার জন্য আমি কি করব?

আপনি আগে চিন্তা করুন যে কোন ধরনের ব্লগ তৈরি করবেন। তার উপর ভিত্তি করে মোবাইল ব্লগ ওয়েবসাইট তৈরি করার উপর হাত দিতে পারেন।

ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রি ভাবে মোবাইল ব্লগ সাইট তৈরি করা সম্ভব।

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার ৫টি ফ্রি প্লাটফম

যে সকল প্লাটফর্ম ব্যবহার করে ব্লগ সাইট তৈরি করা হয় তাদের CMS প্লাটফর্ম বলে। এর মাধ্যমে আপনি ফ্রি ভাবে ব্লগিং সাইট তৈরি করতে পারবেন।

অবশ্য প্লাটফর্ম ‍গুলো থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করে স্বাধীন একটি ওয়েবসাইট তৈরি করা যায়। নিচে কিছু সিএমএস প্লাটফর্ম নিয়ে বিস্তারিত বলা হল। এবং কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ব্লগ সাইট তৈরি করবেন তার আলোচনা করার চেষ্ট করা হল।

Blogger

Blogger Website টি গুগলের একটি প্রতিষ্টান। এখানে মোবাইল ব্লগ তৈরি করতে কোনো ধরনের খরচ করতে হয় না। সম্পূর্ণ ফ্রি ভাবে আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। শুধু ব্লগিং ওয়েবসাইট নয়, তার সাথে রিলেটেড অন্য ব্যবসায়িক ওয়েবসাইট গুলো ব্লগার দিয়ে তৈরি করে নিতে পারবেন।

ব্লগারে ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। জিমেল একাউন্ট ছাড়া কোনো ভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। Create Your Gmail Account

আপনার ব্লগের জন্য একটি নাম বাছাই করুন। যেমন yourblog.blogspot.com or ভিন্ন নাম থাকবে। আপনার ব্লগ নামের সাথে blogspot নামটি থাকবে। ফ্রি ব্লগ তৈরি করলে আপনার Domain নামের সাথে blogspot লেখাটি থাকবে।

আপনার ডোমেইন বাছাই করার পর ড্যাশবোর্ড অপশন থেকে থিম সিলেক্ট করুন।

থিম সিলেক্ট করা শেষ করার পর ব্লগ পেজ এবং পোষ্ট করা শুরু করতে পারবেন। এবং এর মধ্য দিয়ে আপনার নিজস্ব ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এবং আপনার এই ব্লগ সাইটটি মোবাইল ফোন দিয়ে মেইনটেইন করতে পারবেন।

WordPress

WordPress বহুল ব্যবহৃত এবং প্রচলিত একটি সিএমএস প্লাটফর্ম। যা সম্পূর্ণ ভাবে ফ্রি ব্যবহার করা যায়।

ব্লগার ডট কম ওয়েবসাইটের মত এখানে ফ্রি ব্লগ তৈরি করতে পারবেন।

WordPress দিয়ে তৈরি করা ওয়েবসাইট এনড্রোয়েট মোবাইল ফোন দিয়ে সহজে ব্যবহার করা যায়।

ফ্রি WordPress দিয়ে তৈরি করা ওয়েবসাইটের সাথে WordPress লেখাটি যুক্ত থাকে।

WordPress লেখাটি পরির্বতন করতে চাইলে পেইড ডোমেইন ক্রয় করতে হবে।

Weebly

Weebly ভালো লাগার আর একটি সিএমএস প্লাটফর্ম। এই প্লাটফর্ম ব্যবহার করে যে কোন প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

আপনি ই-কমার্স প্লাটফর্ম তৈরি করতে চাইলে Weebly উপযুক্ত মাধ্যম হতে পারে। আপনার ছোট ই-কমার্স ব্যবসায়িক প্রতিষ্টান থাকলে ওয়েবলি ব্যবহার করতে পারেন।

Weebly Sing Up

নিচের তথ্য গুলো পূরণ করার মধ্য দিয়ে Weebly ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ সম্পূর্ণ করতে পারবেন।

থিম কাস্টমাইজেশ করার মধ্য দিয়ে ওয়েবলি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যাবে। Weebly Website Android মোবাইল দিয়ে মেইনটেইন করা যায়।

Yola

Mobile-Friendly Responsive Theme

ফুল কাস্টমাইজেশন এবং প্রফেশনাল থিম।

একই সাথে অনেক গুলো ভাষায় ব্যবহার করা যায়। ধরুন আপনি একটি বাংলা ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু কেউ ইংরেজি ভার্ষনে দেখতে চাইলে অটোমেটিক ভাষা পরির্বতন হয়ে যাবে।

এসইও ফ্রেন্ডলি থিম। যা সহজে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা যায়।

গুগল ম্যাপ ইন্টিগ্রেশন যোগ করতে পারবেন।

Squarespace

যে কোন ওয়েবসাইট থিম ফ্রি ট্রাইল ব্যবহার করা যায়।

আপনি এক বছরের ফ্রি কাস্টম ডোমেইন ব্যবহার করতে পারবেন। কাস্টম ডোমেইন বলতে আপনার ডোমেইন নাম ইচ্ছা মত ব্যবহার করা যাবে।

ওয়েবসাইটের জন্য লোগো এবং আইকন নিজস্ব টুল দিয়ে তৈরি করার ব্যবস্থা আছে।

আপনার ওয়েবসাইট সহজে সোশ্যাল মিডিয়া এবং ইমেইল মার্কেটিং করার মধ্য দিয়ে ফ্রি ডিজিটাল মার্কেটিং করার সুযোগ পাবেন।

মোবাইল রেন্সপনস থিম থাকার কারনে যে কোন মোবাইল ডিভাইস থেকে ব্যবহার করা যায়।

মোবাইল ফোন দিয়ে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে অসুবিধা:

উন্নত মানের এনড্রেয়েড ফোন থাকতে হবে। এনড্রেয়েড ফোন কোয়ালিটি ভালো না হলে, কাজ করতে সমস্যা হয়ে যাবে।

ওয়েবসাইটে কন্টেন্ট লেখার সময় ছবি, ভিডিও, অডিও আপলোড করতে হয়। মোবাইল দিয়ে আপলোড করার সময় সমস্যার সৃষ্টি হয়।

যেহেতু মোবাইল স্কিন ছোট সেহেতু কোথায় কোন সাবজেস্ট আছে তা দেখার জন্য স্ক্রল করতে হয়, যা সময় সাপেক্ষ।

একটা সময় অনেক গুলো পোষ্ট হয়ে গেলে ব্রাউজার সঠিক ভাবে কাজ করতে চায় না। কারন মোবাইল ব্রাউজার ভার্ষন, কম্পিউটার ব্রাউজার ভার্ষন ভিন্ন হয়। কম্পিউটার ব্রাউজার ভার্ষন যে লোড নিতে পারে
কম্পিউটার ব্রাউজার ভার্ষন তা নিতে পারে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *