বড়ো কষ্ট হয়
জীবিত না মৃত-বোঝা দায়
রেল স্টেশনে এভাবেই রাত
কাটে যে অনেকের অবশিষ্ট
যেটুকু জায়গা খালি আছে
সেখানেও ঝাড়ু দিয়ে কতো
পরিস্কার করেই শুতে যায়!
অন্যান্য আরোও খালি স্থানে
শোয়ার আয়োজন করে তয়
অনেকে তো ডেকেরোটরের
দোকানে খানশামার কাজের
লোক হয় থাকার জন্যে স্থান
করেও নেয় যেখানে সেখানে!
জায়গার জন্যে স্টেশনে রয়
অভাবে কয়েক বছর ধরে ই
তিনি আছেন থাকার মতোও
একটি ঠিকানা আছে ছেলে
এবং ছেলে বউয়েরা চায় না
বলেও আশ্রয় স্টেশনে হয়!
কাজে অসমর্থ জনৈক লোক
ভিক্ষা করে খেতে লজ্জা হয়
ছেলে মেয়েরা বাসা নিয়ে রয়
বড় বউ কয় খাইয়া যাইও ত
থাকনের যে স্থান নেই হেথায়
তার জীবনে তো কতো দু:খ!