স্কুল ছুটি

স্কুল ছুটি হলে
আনন্দে তাইফা
শিশুদের দলে।

দৌড়ে সে চলে
সকলের সাথে
কাছে এসে বলে।

দাদা চলুন যাই
রাইফার জন্য
কিছু নিতে চাই।

শপে গেল যবে
সুইট সেন্ডুইচ ও
বীফ কিনল তবে।

গাড়ীতে সে চড়ল
যাত্রা শুরু করল
বাড়ি এসে নামল।

বোনকে সে কয়
তোর জন্য আছে
কত বেগে যা রয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *