বামনের মুভমেন্ট
একদা সন্ধ্যা বেলা
পায়চারী করতে গিয়ে
এক মাঠে দেখি খেলা।
আচানক এক দল
ছোট বড় কত দাঁড়িয়ে
আছে দেখতে ভলিবল!
বামন আছে ঐ দলে
তারা এত বেটে সবাই
সর্বোচ্চ চার ফুট বলা চলে!
উদগ্রীব দর্শক বৃন্দ
খেলা শুরু হলে ভোগ
করবে কত হবে আনন্দ!
আরম্ভ হলো খেলা
কি চমৎকার মুহূর্ত ছিল
আচানক জমছিল যেন মেলা!
ওরা বল যবে মারে
হৈ হুল্লোড় চিৎকার করে
দর্শক উল্লাস প্রকাশ করে!