বার্ধক্যের কষ্ট
বার্ধক্য আসলেই মানুষ কষ্টে পড়ে যায়
হাসি খুশি চলা ফেরায় শান্তি নাহি পায়।
বয়স্করা সবার থেকে যত ই বেশি করে
আগ্রহ আকাংখা বাড়ে অন্যেরও তরে।
যৌবনকালে বেশী করে যত কিছু করো
বার্ধক্যের স্মরণে তা সঠিক রাস্তা ধরো।
তরুণদের মূলমন্ত্র থাকে আদর্শ জীবন
সুন্দর সঠিক পথ আনে কল্যাণের মরণ।
বয়স্করা যুদ্ধের অনেক আহ্বানও করে
তারুণরা নিজেতো সেই যুদ্ধ করে মরে।
যুবক বৃদ্ধ অনেকে করে তার সময় নষ্ট
যার প্রায়শ্চিত্ত থাকেই জীবন ভরে কষ্ট।
সকলেই জানি মোরা জন্মিলে মরণ হয়
আবহমান কাল থেকে এরই প্রমাণ রয়।
খোদা তায়ালা মোদের কত মেহেরবান
তাঁর কাজ করলেই সবে পাব পরিত্রাণ।