বিখ্যাত হতে
পৃথিবীতে সবাই বিখ্যাত হতে চায়
কিন্তু কাজের মধ্যে যা অপারগতা
প্রকাশ করে আর কত আছে এর
মাধ্যমে বাঁচার সুন্দর সুযোগ পায়।
সবাই উন্নতির রাস্তাতে চলতে হবে
সময়ের মূল্যায়ন করে কঠোর শ্রম
দিয়ে সম্পুর্ণ কাজ সম্পন্নের ফলে
তখনই উচ্চ শিখরে পৌঁছিবে তবে।
হয়তোবা সংশোধন করা যায় ভুল
কারো স্বভাব বদলানো খুব কঠিন
এজন্য ইহা পরিবর্তন করতে গিয়ে
কখনো লাগাতে যেওনা গন্ডগোল।
সকলের জীবনের বড় অংশ কাজ
গুরুত্ব সহ একনিষ্ঠভাবে সম্পাদন
করতে নিজেকে নিয়োজিত রেখে
সাধনায় থাকলে নেই তাতে লাজ।
সময় মতো সময়ের যত কাজ করা
আর তা করার একমাত্র উপায় হল
আন্তরিকতা ভালবাসা ও ঐকান্তিক
প্রচেষ্টায় সম্পন্নের সঠিক রাস্তা ধরা।