বিচিত্র মানুষ

বিচিত্র এই পৃথিবীতে কত ধরনের মানুষ
একেক জনের মন-মানসিকতা একেক
রকম চলাফেরায় সবে কিন্তু করিও হুঁশ।

পরিচয় হবে নানা ধরণের মানুষের সাথে
তাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ ও
কেউ অভিনয়ের বশে হাত মিলাবে হাতে।

চাল-চলন বৈশিষ্ট্যে অভ্যাস আর পছন্দ
একে অপরের হতে থাকে আলাদা আর
কেউ ধোকাবাজ যা সমাজের অপছন্দ।

বর্তমানে শত্রুদের সাথে যে পরিমাণ দ্বন্দ্ব
এরও বেশি কলহে লিপ্ত অভ্যন্তরীণ মন্দ
আর অনিষ্ট এ সবে বয়ে আনে নিরানন্দ।

পারষ্পরিক ঝামেলাতে যতই হচ্ছে ক্ষয়
কমছে নিজেদের শক্তি প্রমাণ আরো রয়
তেমনি শত্রুদের হয় সামাজিক অবক্ষয়।

পাশা পাশি মুসলিম সমাজের শত বলয়
গড়ে উঠছে বাস্তবে যাদেরও নেই আলয়
বুদ্ধিবৃত্তিক প্রভাব ও প্রতিপত্তি নিরালয়।

মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব উসকায়
মতবিরোধ সৃষ্টি করায় অনেক লস খায়
ফলস্বরূপ একাত্নতার বিরোধে হুঁশ যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *