বিধবা নারীর অধিকার

অর্থনৈতিক অধিকারী সব বিধবা নারী
ইসলামী আইন দিয়েছে অন্যতম ওদের
আরো প্রত্যেক বিবাহিতা নারীদেরকেই
মোহরের বিষয় কোরানে করেছে জারী !

অর্থ হলো মোহর শব্দের স্বেচ্ছাকৃত দান
বিবাহের চুক্তিকালে কন্যাকে বর কর্তৃক
মুসলিম আইন অনুসারে স্ত্রীর নিজস্ব ও
সম্পত্তিরূপে তাকেই যা করা হয় প্রদান !

স্বামীর স্বচ্ছলতার ভিত্তিতে নির্ধারণ হয়
মোহরের পরিমাণ বিবাহের সময় স্ত্রীকে
স্বামী কর্তৃক সন্তষ্ট চিত্তে ও নির্দিষ্ট ভাবে
পরিশোধ করারই নির্দেশনার হুকুম রয় !

আরো অধিক মোহর এবং সর্বনিম্ন কতো
উল্লেখ রয়েছে এ প্রসঙ্গে তোমাদের যদি
অগাধ অর্থ দিয়ে থাক একজনকে তবুও
তা থেকেই গ্রহণ করোনা দিয়েছো যতো !

আল্লাহ বলেন মোহর নির্দিষ্ট করেই নাও
নবী করিম (সা.)আরোও ইরশাদ করেন
এক ব্যক্তিকে কমপক্ষে যদি একটি মাত্র
লোহার আংটিও হয় যোগাড় করেই দাও !

যদি বিবাহের মোহর নির্ধারণ করা না হয়
মৃত্যুবরণ করে স্বামী তাহলে ঐ বিধবাকে
মোহরে মিছিল তথা স্ত্রীর বোন বা ফুফুর
অনুপাতেই মোহর পরিশোধের হুকুম রয় !

বিবাহের পর মোহর পরিশোধ করতে পারে
স্ত্রীর সম্মতি সাপেক্ষে যেথায় মতামতও রয়
তা পরিশোধের পূর্বে স্বামীর মৃত্যু যদিও হয়
স্ত্রীর নিকট মোহর বাবদ স্বামীকে ঋণী ধরে !

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *