বিনিময় শত শত !
সম্পদশালী হতেই পারে মিতব্যয়ী হলে
প্রয়োজন ছাড়া ব্যয় করলে দু:খ মিলে।
অন্যায় অবিচার করে শক্তিমান লোক
পরিশেষে তার ভাগ্যে রয় কষ্ট ও দু:খ।
দুর্বল যত লোক আছে ভয়ে রয় যারা
সবলদের অত্যাচারও সহ্য করে তারা।
বিত্তবান ধনীদের যে মুখাপেক্ষী যতো
অভাব আর অনটনে সময় চলে কত।
অসহায় নিরুপায় হয়ে তুলে যতো ঋণ
সময়ে পরিশোধ না করে রয় পরাধীন।
আশে পাশে অনেক মজুরও বাস করে
হাড়ভাংগা পরিশ্রম করে দিন রাত মরে।
ওদের অবস্থার উন্নতির সহায়তায় যত
আল্লাহ এর বিনিময়ও দিবেন শত শত!