বৃদ্ধের পরিতাপ!

কোনো কথা আর বলতে পারিনা আমি 
সময়ে কথা বার্তার যশ ছিল জান তুমি!
বলার ভংগি মাধুর্য যত শ্রুতি মধুর ছিল
যাদুকরী রসাত্মক কথাও কোথায় গেল।
বিবেক ছলনা বিদ্যা ও বুদ্ধি যত খাটিয়ে 
সুন্দর দৃষ্টান্ত বলে কতনা দিতাম ঘটিয়ে!
স্বরণযোগ্য ঘটনা তুমি ও আমি ছিলাম 
বেড়াতে অনেক দূরের পথ যত গেলাম।
পূর্ব ঘোষিত যাত্রা গানের ছিল যে পালা
কয়েক জন হাতে নিয়ে বসে ছিল মালা।
বলে ছিলাম থামো তোদের মালা নিয়ে 
রুহের শান্তি না হলে কি হবে মালা দিয়ে? 
সামান্য দূরেই মসজিদ মাদ্রাসা রয়েছে 
সকলের মনে আনন্দের জুয়ার বয়েছে।
ক্ষমতা আছে বলেই যা ইচ্ছে করে যাবে
এজন্য কবরে তোমরা কত শাস্তি পাবে!
বিবেক বুদ্ধি সহ দান করেছেন জীবন  
সবার জন্য ও অবধারিত রয়েছে মরণ!
ধরণীতে যত শক্তিশালী দাপটবান ছিল
ওদের শক্তি আমার মতো কোথায় গেল?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *