ব্যবস্থা পত্র
কোথায় ছুটে চলছো ভাই
তোমার গতিবেগের তেজ
দেখে বুঝা যাচ্ছে অন্তরে
আরাম আয়েশ শান্তি নাই।
তাৎক্ষণিক আমাকে বলে
আজ দু’ দিন হয়ে গেলো
একমাত্র আদরের বোনের
খুবই অসুখে অশান্তি চলে।
ভীষণ কষ্টে চিৎকার করে
জ্বালা যন্ত্রণা ও শত দু:খে
কান্না কাটির দায় অশ্রুতে
ভিজে বুক ভাসলো পরে।
আমিও সহযোগীতা করি
উভয়ে মিলে গাড়ী দিয়ে
বোনটিকে এক ডাক্তারের
শরনাপন্ন করার পথ ধরি।
চিকিৎসকের সাক্ষাৎ হলে
যে ব্যবস্থা পত্র লিখে দিলে
ঔষধ ব্যবহার করার পরে
আল্লার দয়ায় শান্তি মিলে!