ব্যস্ত সময় যায় !
প্রতিটি মানুষের ব্যস্ততায় সময় কাটে
এর মধ্যে কত আছে আরাম আয়েশ
আনয়নের জন্যে সকাল দুপুর সন্ধ্যা
রাত প্রচুর পরিশ্রমের কাজ করে যায়
পাহাড় পর্বত রাস্তা আরো মাঠে ঘাটে।
আমরা সৃষ্টির সেরা জীব আছি যারা
ইহ আর পরকালে সুখ সমৃদ্ধি অর্জন
করার জন্য ইমান আমল ঠিক রেখে
ক্ষণ স্থায়ী জগতে নিজের ও অন্যের
কল্যাণের কাজে প্রশান্তি পাব মোরা!
অসাধ্য সাধন করতে কষ্ট করে যারা
খোদা তায়ালা ও তাঁর রাসুল(স.)এর
সন্তোষ্টি লাভের জন্য ইবাদত বন্দেগী
উপাসনা আরাধনায় মত্ত থেকে ঠিক
পথে চললে জীবনে শান্তি পায় তারা।
সত্য নিষ্ঠ আর ন্যায় পথে চলে গেলে
সদা সর্বদা একনিষ্ঠভাবে সৃষ্টি কর্তার
হুকুম আহকাম নিয়মিত পালন করে
আল্লাহর অনুগ্রহের ফলে দুনিয়া এবং
আখেরাত উভয় জাহানে শান্তি মিলে!