ভয় নেই
দুর্বল হিসাবেও পরিগণিত হয়
নারী নির্যাতনের কারণ কতো
তাদের মধ্য হতেই নির্যাতনের
কাজ যারা করে থাকেনা ভয়।
নির্যাতনকারী যেথায়ও যতো
নিরীহদের প্রতি তাদের সর্বদা
কাজে অকাজে যখন তখনো
নিপিড়ন তো চালায় শত শত।
আসলেই মূল্য বোধের অভাবে
রয়েছে একটি সামাজিক আর
সাংস্কৃতিক দূরত্ব নারীদের প্রতি
যেথা সে বড় হতে রয় যেভাবে।
কেমন আচার ও আচরণই হচ্ছে
একটি পরিবারে মেয়েদের সাথে
সে পরিবার থেকে শেখে অধিকন্তু
প্রতিবেশী হতে অভিজ্ঞতা নিচ্ছে।