ভয় নেই !
কেউ বাইদ্যার সঙ্গ না করে
কালসাপিনী ধরতে ই গেলে
ফণা ধরলে সাহসের জোরে
ছোবলে বিষে কেমন করে!
বাইদ্যা ওঝার কাছে গেলো
অগনিত ও কতো শতবার
কিছুতেই আর শান্তি হয় না
দিল অন্তর তার বেকারার।
যারা বাইদ্যা জানেও তারা
বিচ্ছু ও সাপ ধরিবার কল
বাঁশির গানে ডেকে আনে
বাঁশিতে যে কতো কৌশল!
পঞ্চরসে মাখা রয় যে জন
সঠিক শুদ্ধ শান্ত কতো হয়
কালসাপিনী কভু দংশিলে
তার কোন মরণের নাই ভয়!
মায়াবিনী ও কালসাপিনী
তারা মহা মন্ত্র না জানিলে
কত জোরে দংশে কখনই
গুরুবস্তু ঠিক যত থাকিলে।