ভেজাল প্রতিরোধ
অসাধু ব্যবসায়ী মাছে মিশাচ্ছে বিষাক্ত ফরমালিন
ক্যালসিয়াম কার্বাইড প্রোফাইল ফলে আর প্যারা
টিটিনিয়াম পাউডার ও বেকারি সামগ্রীতে রয়েছে
বিষাক্ত রং মুড়িতে ইউরিয়া সার দেয় যত জালিম।
ভেজাল খাদ্য খেয়ে অসুস্থ হয়ে যত ঔষধ খাবেন
আর ঐ জীবন রক্ষাকারী ঔষধেও ভেজাল রোগ
সারছে না আরও নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে
কারণ ঔষধের ভেজাল নিরাপত্তা কোথায় পাবেন।
আমরা কোথায় এসেই পৌঁছেছি কল্পনা করা যায়
চতুর্দিকে ভেজালে সয়লাব যে কোনো মূল্যে বন্ধ
করতে হবে ভেজাল শুধু হাতকড়া পরিয়ে কয়েক
মাসের জেল দিলে সমাধানই হয় না কোন উপায়।
রাসায়নিক দ্রব্যের সহজ প্রাপ্যতা বন্ধ করতে হবে
ভেজাল দ্রব্য উৎপাদনকারী কারখানাগুলোই বন্ধ
করে দিয়ে এবং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা তবে তো সকল শান্তিতে রবে।
রাজনৈতিক দলগুলোর পদক্ষেপ নেয়া প্রয়োজন
এটাই একটা জাতীয়ও জীবনমরণ সমস্যা সুশীল
সমাজ দুর্নীতির বিরুদ্ধে যতো সোচ্চার ভেজালের
বিরুদ্ধে রোখে দাড়াতেও সকলে করো আয়োজন।
ভেজাল প্রতিরোধে সচেতনতা করতেই হবে লাভ
কৃষক ছাত্র শিক্ষক ভোক্তা ব্যবসায়ী রাজনৈতিক
দল প্রশাসন আইন ও বিচার বিভাগসহ সর্বস্তরের
প্রতি মানুষের মধ্যে থাকতে হবে কঠোর মনোভাব।