ভোঁভোঁ গান আর নেই
আসলেই ঘন্টা পরাবে কে ওদের গলায়
কার এত্তো বড় সাহস বৈধ সার্টিফিকেট
নিয়ে মাঠে নেমেছে এমনিতে ই ভেজাল
ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা খুব জ্বালায়।
আম বিক্রির জন্যই ভাড়া দেওয়া হয়েছে
ঢাকার বিভিন্ন স্থান খুব বেশি করা যাচ্ছে
না তো কিছু সরকার দলীয় এবং আমলা
শাসিত ডিসিসি হতে তারা ভাড়া নিয়েছে।
অনুমতি নিয়ে আম বিক্রি করছে কতো
ডিসিসির উল্লেখিত অনুমোদনের পরও
অন্য ব্যবসায়ীরা বলছেন তাদের গুলো
কি ধরণেরই ভালো বিক্রি করছে যতো!
তারা কি হলফ করে পারবে ইহাই বলতে
তাদের গুলো কেমিক্যাল মুক্ত তাহলেও
ওরাও বলছেনা ওদেরগুলো কেমিক্যাল
মুক্ত তবেই নতুন মিশ্রিত করেনি ফলেতে!
ফলের রাজা আম উপকারী এবং সু-স্বাদু
স্বাস্থ্যের জন্য কতো ভালো এখন ভয়াবহ
আত্মঘাতী ও হুমকি স্বরূপ পোকা মাকড়
পর্যন্ত যায় নাই পাশে ওরা করছে কি যাদু?
মাছির ভোঁভোঁ গান গাওয়া নাহি যায় শোনা
এবারের আম বাজারে পোকা এবং মাকড়
পাশে যেতে ভয় পায় কারণ কেমিক্যালের
স্প্রে মিশ্রণেতে করেনাও সেথা আনাগোনা।
অসাধু ব্যবসায়ী মানুষ নামেরও কলংক
কেমিক্যাল উৎপাদনকারীরা ফলের ভরা
মৌসুমে হাতে নিয়ে যেন নেমেছে কোমর
বেধেঁ ক্রেতা সাধারণের সৃষ্টি হয় আতংক!
ভেজাল রোধী অভিযানও চালিয়ে যেমন
সরকারের বিভিন্ন সংস্থা যাচ্ছে একদিকে
পাল্লা দিয়ে চলছে উচ্চ মাত্রার কেমিক্যাল
মেশানোর প্রতিযোগিতা অন্যদিকে তেমন!