মন উদাসী !
স্নেহের বন্ধুর জন্যে অন্তর তার উদাসী
মনে আরো প্রাণে জানে যে দিন নয়নে
তোমাকে হেরিয়ে সে হয়েছে কত খুশী।
নাম ধরে মধুর সুরে ই সে বাজায় বাঁশি
মনে হলে তোমার কথা অন্তরে আগুন
জ্বলে দেখা ও করে তোর সাথেই মিশি।
বন্ধুর গুণের প্রশংসায় যায় দিবা নিশি
যার ভাবনাতে মনে পায় কতোই শান্তি
তোমার তরেই জাতিকুল তার বিনাশি।
অনুরাগ মহব্বতে যতো লোক আশিক
প্রিয়জন হারিয়ে হয়েছে অসুখ বিসুখ
তাদের জীবন ধন্য যদি থাকে মাশুক।
আল্লাহ তায়ালার ভক্ত যত আছে যারা
তাঁর আর নবী করিম (স.)এর প্রদর্শিত
রাস্তায় চলে করুণা পেয়েছে সবে তাঁরা!