মহব্বত
যদি সারা জীবন কাছে পেতে চাও
কোনো লোককে তবে বন্ধুত্ব দিয়ে
তাকে তখনোই আগলে রেখে দাও।
ধরণীর সব মানুষ বিখ্যাত হতে চায়
এর জন্য কাজ কর্মের মনোনিবেশে
উন্নত হওয়ার ভাল ফল তারা পায়।
বন্ধুত্বের মর্ম আন্তরিক বন্ধুটি জানে
সুখে শান্তিতে দু:খ দুর্গতিতে সর্বদা
একত্রে চলা ফেরায় পরষ্পর মানে।
আন্তরিকতা যদি তৈরী করতে পার
খোদা তায়ালা আর রাসুল (স.)এর
হুকুম মত মিলে মিশে ইবাদত সার।