আল্লাহ মহান
আল্লাহ করেছেন জগত সৃষ্টি,
আমাদের কল্যাণে দেন বৃষ্টি ।
জীন ইনসান পশু পাখির দল,
দিয়েছেন তিনি সকলের বল।
পুকুর নদী নালা সাগরের জল,
গাছ গাছালীর মিষ্টি মধুর ফল।
খোদার করুণায় রসে টলমল,
নানা রঙের ফলে করে ঝলমল।
অসংখ্য অগনীত দান সমাহার,
সহায় সম্পদ সহ প্রচুর আহার।
যতই করি মোরা তাঁর গুণ গান,
শেষ করার নয় তিনি যে মহান।