মাটির পৃথিবী
যে আন্তরিকতা বোঝে না কোন
কেহ তাকে তা শেখাতে গেলেও
কখনো শিখানোই যায় না যেন।
অসহায় পৃথিবীর সব চেয়ে বেশী
যে নিজের রাগ অভিমান আরো
কষ্ট না দেখিয়ে হয়ে যায় দোষী।
কাঁদতে পারে নাহি চিৎকার করে
চোখের জল লুকিয়ে অন্যকে না
বুঝতে দিয়ে শুধু মাত্র হাসে পরে।
সেই বেশী হাসে যে গোপনে কাঁদে
আরো নিজেকে হ্যাপি দেখানোর
শতো চেষ্টা তদবির করে অবাধে।
যে একা রয় নীরবে সে কতো বলে
জীবনে সুখের কোনো অভাব নেই
কিন্তু কষ্ট ব্যতীত ভাগ্যে নাহি মিলে।