মাঠের ভিড়ে
তোমায় দেখে বোধ হয়
কতো পুরানো পরিচিত
এক সাথে চলাচল রয়।
কতো ঘটনা স্মরণ পড়ে
একবার ফুটবল খেলার
মাঠে পড়ে গেলাম ভিড়ে।
উপায়হীন হয়ে হাত ধরে
উভয় জনবহুল মাঠেতে
সহায়তায় মুক্ত হই পরে।
খেলার মাঠেতে ছিল ঢ্ল
ঐকান্তিক প্রচেষ্টার ফলে
অর্জন করি শক্তি ও বল।
হায়রে ! চমৎকার সেকাল
কত সহযোগী ছিল এখন
অন্তর করে শুধু হাহাকার!