মালিক সাঁই!
পূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকো
ধনী বিত্তশালী যদি কেউ না হতে
পারো তথাপি অন্তর সন্তুষ্ট রাখো।
অট্টালিকায় বাস করে নেই লাভ
কেহো অতৃপ্তিতে ভরপুর থাকলে
মনে যদি নাহি থাকে শান্তির ভাব।
পেরেশানি মুক্ত থাকার চেষ্টা কর
আল্লাহ ও রাসুল (স.)এর সন্তোষ্টি
অর্জন করার যতো রাস্তা সব ধর!
স্রষ্টার যা করুণা কতো আছে ভাই
তাঁর অফুরন্ত দয়ার ভাণ্ডার থেকে
দান করেন তিনি তো মালিক সাঁই!