মাহাত্ম্য

আমাদের স্রষ্টা দয়াময় কতো
সৃষ্টির প্রথম হতে এ পৃথিবীতে
অসংখ্য জীব জন্তু পশু পাখি
কল্যাণে রেখেছেন শত শতো।

সব প্রাণীকে করেছেন অধীন
সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মোরা কেহ
অন্য কোনো জীবের কখনো
সৃষ্টিকর্তা করেন নি পরাধীন।

আসমান জমিন তরু ও লতা
পাহাড় পর্বত নদী নালা খাল
বিল সমুদ্র সাগর ও মহাসাগর
সবই কল্যাণে আছে যথাতথা।

খোদা তায়ালার মহিমা অসীম
আমরা তাঁর বান্দা তিনি সর্বত্র
বিরাজমান সবার সুখে – দু:খে
মোদের স্নেহ করেন সীমাহীন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *