মিস করছি
ঘুম থেকেই সে জেগে
শীঘ্র সে আসত আগে।
টুকি-টাকি কিছু বলত
গল্প গুজব যত চলত।
ছোট চেয়ার সে নিত
হাল্কা নাস্তা মুখে দিত।
পুশি তার বিড়ালছানা
কতই ওর আনাগোনা।
পুশিকে আদর করত
সেতো কখনো মারত।
সোনামণি থাকত খুশি
পুশিও থাকতো মিশি।
যখন আসতো তাইফা
আনন্দ করত রাইফা।
কাছেই তাইফা আছে
রাইফা লন্ডনে গেছে।
সকলেও তা মিস করি
শান্তনার পথ যত ধরি।
ফোনে কত আলাপ হয়
মনে ততো যে শান্তি রয়।
সবার কাছে দোয়া চাই
সকলে যেন মাফি পাই।