মুশকিল আসান
মাতা পিতা সংসারে জীবিত যার
বিপদ আপদ মুশকিল মুছিবতে
তাঁদের দোয়াতে উদ্ধার হয় তার।
সন্তানের জন্যে যদি প্রার্থনা থাকে
শতো কষ্টের মধ্যে কেউ থাকলেও
প্রার্থনার ফলে মুক্তি মিলে ফাঁকে।
তাঁদের হতে একজনও রয় কারো
সর্বদা আরাধনা উপাসনায় নিমগ্ন
থেকেই স্রষ্টার নিকট দোয়া সারে।
সৃষ্টিকর্তা আল্লাহ রহিম ও রহমান
যতো পাপী তাপী বান্দাদের তরে
কেবলমাত্র তিনি অসীম দয়াবান!