মূল্যবোধ নেই

চায়ের দোকানে দুটি মেয়ে চলে যায়
স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ইতস্ততা
বোধ করছে এবং কিছু একটার জন্য
একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে
পরক্ষণেই দোকানদারের কাছে গিয়ে
একজন সিগারেট ক’টি কিনতে চায়!

মেয়েটি চাইল ৪টি পলমল সিগারেট
দোকানদার প্যাকেটে করে সিগারেট
দিল এবং খুশিতে মেয়েটিতো হাসতে
লাগলো মনে হল এভারেস্ট পর্বতসম
কিছু জয় করেছে আর সেখান থেকে
বের হওয়ার পূর্বে ই মিটিয়ে দিল রেট!

মেয়ে গুলোর মাত্র পনেরো ষোল হবে
তাদের বয়স হয়তো নবম বা দশমে ই
পড়ে দোকানদারকে সাথে সাথে করা
হলো জিজ্ঞেস তুমি সিগারেট না বিষ
এতোই ছোট্ট মেয়ের হাতে তুলে দিলে
তবে অন্যের দ্বারাই ব্যবসা করে নিবে!

ব্যবসায়ী অবাক হয়েও তাকিয়েই থাকে
সাধারণ মূল্যবোধ আজ সবার গিয়েছে
কতো না নিম্নতম পর্যায়ে পারিবারিক বা
স্কুলের শিক্ষার অর্থ নাহি থাকল আমরা
শুধু বয়স নির্ধারণ না করে বিয়ের জন্য
চরিত্র গঠনের সুযোগ করবো ওদেরকে!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *