মেঘ তরঙ্গ

গ্রীষ্মের দিনে মাঠ ঘাট হাট
তীব্র রোদে পোড়ে ঝলকে
প্রচণ্ড উষ্ণতায় চলন্ত দিনে
জলন্ত তেজ ধরে পলকে।

কতো ঘাম ভেজা বালিশে
উত্তাপে গলে গেলো রাত
অন্বেষণ করে যাচ্ছি নিদ্রা
তখন থেকে হে সু প্রভাত।

তীব্র গরমে ছট ফট করে
প্রচুর ঘামে ঝরছে পানি
দিনের রোদে ধরছে মাথা
কখন যে হবে বৃষ্টি জানি।

মেঘ তরংগে নীরব বাতাস
কতো সুখ দিয়েছো তুমি
মুহূর্তে প্রচুর বৃষ্টিতে ভিজে
শান্ত গাছ বৃক্ষ আর ভূমি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *