যশ ও খ্যাতি !

আল্লাহর হুকুম ব্যতীত দোলে না পাতা
যতো রাজত্ব আছে পাতার ওপরে তাঁর
নির্দেশ অনুযায়ী চলতে থাকে পৃথিবীর
অসংখ্য অগনিত গাছ – পালা তরুলতা।

মহান রাব্বুল আলামীনের সৃজন মানুষ
সমস্ত পৃথিবীতে ছোটো বড় সাদা কাল
সবই যতো রকমের বাস করে প্রত্যেকে
প্রতিনিয়ত চলতে হবে করে যথেষ্ট হুশ।

প্রতিদিন কতো অসীম মানুষ নিহত হয়
এরই মাঝে খারাপ বা মন্দ স্বভাবের ও
বাকী সব মহৎ উন্নত জ্ঞানী- গুণী যতো
তাঁদের সুনাম যশ ও খ্যাতি প্রকাশ রয়!

ওলি আউলিয়া ও পীর মাশায়েখ যতো
সৃষ্টি কর্তার কত খাছ প্রিয়পাত্র হিসেবে
জগৎময় যুগে যুগে সকল স্থানে তাঁদের
সর্বোৎকৃষ্ট উদাহরণ রয়েছে শত শতো!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *