যায় আসে !
কতো যায় কতো আসে
সময়েরও স্রোতে ভেসে।
কেউ কাঁদে কেউই হাসে
তাতে কি বা যায় আসে।
খুঁজে দেখ আসে পাশে
প্রাণো বন্ধু আছে মিশে।
আরো যতোই অবশেষে
কতো বেশি ভালোবাসে।
আছে দুঃখও মনে মনে
আমি বলবো কার সনে।
ব্যথা শোনার মানুষ নাই
নিজের কষ্ট নিজে পাই।
পাবো তারে দেখা যেথা
বলব মোর মনের কথা।
খোদা পাক সহায় হলে
দু:খ ও কষ্ট যাবে চলে।