যার জ্বালা সে ই জানে
অসংখ্য মানুষ তাদের নিজ যন্ত্রণায় ভোগে
কেউ সাময়িক অনেকেও ভোগে যুগে যুগে!
শারীরিক অসুস্থ অসংখ্য ও অগনিত লোক
তাদের রয়েছে অসহনীয় কষ্ট আরো দুঃখ!
রোগ শুকের অশান্তিও জ্বালাতন সহ্য করে
ওদের অসুখের তীব্র যন্ত্রণার সীমা না ধরে!
সীমাহীন অসুখ বিসুখ আরো দুর্দশা যাদের
শরীর অশান্তি এবং দুর্বিষহ অবস্থা তাদের!
মানষিক ব্যাধিতে আরোও জর্জরিত যারা
বিকারগ্রস্ত অস্বাভাবিক ভাবেই চলে তারা!
ওদের আচার আচরণেই রয় ব্যতিক্রম যত
অনুভূতি আরোও হিতাহিত জ্ঞান শূন্য কত!
আর্থিক অসচ্ছল দীনহীন আর গরীব দুঃখী
অভাব অনটনে ই থাকে তারা নেইতো সুখী।
কত মানুষ পৃথিবীতে অসুখে বিসুখে আছে
কল্যাণ আর মঙ্গল সব তাদের চলে গেছে!