যৌথ পরিবারের শিশু
সামাজিক প্রেক্ষাপটেও কত,
একক পরিবার বাড়ছে শত।
যৌথ পরিবারে সুবিধা থাকে,
একক পরিবারে যা না থাকে।
যৌথ পরিবারে শিশুর সমস্যা,
দূর করে দেয় সবার তপস্যা।
একাকীত্বে ভোগে না শিশুরা
পায় না কষ্ট শিশু কিশোররা,
মানসিক স্বাস্থ্য ও ভালো হয় ,
খেলা ধুলার পরিবেশ যে রয়।
মিলেমিশে থাকার মানসিক,
প্রতিবেশী যত যে আবাসিক।