রমজানের পয়গাম

রাসূলুল্লাহ (স.) এর বাণী যখন চাঁদ দেখবে
রমযানের রোযা শুরু করবে ও শাওয়ালের
চাঁদ দেখে রোযা রাখা বন্ধ করবে আকাশ
মেঘাচ্ছন্ন হলে ত্রিশ দিন সবে রোযা রাখবে।

পবিত্র কোরানের আয়াত ও হাদীসে বর্ণিত
রমযান মাসের রোযা ইসলামের আবশ্যক
বিধানরূপে ও এ বিষয়ক অন্যান্য দলীলের
মাধ্যমে রাখাও বিশ্বাস করা ফরয প্রমাণিত।

ইচ্ছাকৃতভাবে এক রোযাও পরিত্যাগ করে
কখনো কোন মুসলমান যদি রমযান মাসের
রোযা শরয়ী ওযর ব্যতীত তাহলে বড় পাপী
আরো জঘন্য অপরাধী বলে গণ্য হবে পরে।

ঈমান-ইসলামের ভিত্তি বিনষ্টকারী গণ্য হবে
দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী হিসেবে
হাদীস শরীফে ইচ্ছাকৃতভাবে রোযা ত্যাগীও
ভঙ্গকারীর জন্য যে কঠিন শাস্তি জানি সবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *