রহিম ও রহমান
মানুষ জীবজন্তু সব খোদার সৃষ্টি,
তাদের কল্যাণেই তিনি দেন বৃষ্টি।
গাছ পালা তরুলতা বৃষ্টি যে পায়,
সজীবতা আসে প্রাণে বৃষ্টির দায়।
খোদা করেছেন সৃষ্টি মানব-জীন,
সুযোগে থাকে জীন করতে হীন।
জীন চীর শত্রু ইনসান এর যে হয়,
মহাগ্রন্থ আল কোরানে প্রমাণ রয়।
জীনদের প্রধান কাজ ধোকা দেয়া,
মানব জাতিকে তারা কুপথে নেয়া।
আশরাফুল মাখলুকাত মোরা সব,
দৃঢ়মনে আল্লাহ রাসুলের পথে রব।
মহান আল্লাহ পাক রহিমও রহমান,
আল্লাহর রাসুল(সঃ) কত দয়াবান।
আমরা মানব জাতি সব মুক্তি পেতে,
তাঁদের সন্তুষ্টিতে স্বর্গে পারবো যেতে।