শান্তির পথ

আমরা সকল মানব জাতি
আছে মোদের সুনাম খ্যাতি।
একে অপরের মোরাই সাথী
সহযোগিতায় জ্বালাই বাতি।
একাত্মতায় আছে যে সুখ
দূরীভূত হয়ে যায় যত দুঃখ।
ভাই-বোন বন্ধু – বান্ধব যত
পাড়া পড়শী রয়েছে কত।
মিলে – মিশে থাকি যেন সব
খেলা ধূলায় করে কত রব।
হানাহানি মারামারিতে নয়
একত্রে সব মিলেমিশে রয়।
কোন্দল দুষ্টুমি করে যারা
অন্তরে শান্তি পায়না তারা।
সহমর্মিতা ও সৌহার্দ্য ভাব
এর মধ্যে আছে কত লাভ।
চলি আল্লাহ তায়ালার পথে
শান্তি পাব সবাই আখিরাতে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *