শান্তির স্থান
জুম্মার আযান হল
ছোট বড় যুবক বৃদ্ধ
মসজিদে সব গেল
সেথায় শান্তি পেল।
নামায যখনই শেষ
বাসায় পৌঁছে দেখি
নাতনি দুটি দাঁড়িয়ে
খুশি উল্লাস ও বেশ।
আলতা স্নো সুগন্ধি
সাজ গুজ অনেক
আরো যত প্রসাধনি
হাতে তাদের মেন্দি।
তারা আমায় বলে
শুক্রবার ছুটির দিন
আজ বেড়াতে যাব
পোষাক পরে চলে।
গাড়ীতে সবাই চড়ি
সকলেই এক সাথে
রওয়ানা দিয়ে মোরা
পৌঁছে গেলাম বাড়ি।