শান্তি হবে!

আল্লাহ পাক আমাদের ভোগান্তি দেন
কখনো কখনো শুধু এ জন্য যে তাঁকে
বেশী স্মরণ করে গেলে দু:খ যাতোনা
কষ্ট দুর্ভোগ আর দুর্গতি যত দূরে নেন!

সৃষ্টি কর্তার ভয়ে যত কিছু ছেড়ে দিবে
আল্লাহ তায়ালা তোমাকে তার চেয়ে ই
আরো অনেক উত্তম কিছু অবশ্য দান
করবেন যাতে প্রয়োজনও সেরে যাবে!

ইবাদত বন্দেগী করে মানুষ শান্তি হবে
স্রষ্টা এবং তাঁর রাসুল করিম (স.) এর
প্রদর্শিত রাস্তাতে চলে গেলে দুনিয়া ও
আখেরাতে নেককাজ দ্বারা সুখ পাবে!

আমরা আশরাফুল মাখলুকাত যতো
সঠিক সুন্দর এবং সৎ কাজ সম্পাদন
করে ভালো আরো কল্যাণকর সম্পুর্ণ
সফলতার লক্ষ্যে অগ্রসর হবো ততো!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *