শিশু কাল
শিশু কালেও ছিলো কত
এখন তাদের নেই ততো।
অনেকেও অন্য জেলায়
আরোতো আছে হেলায়।
দৌড় ঝাপও কোলাকুলি
আরো চলতো গলাগলি।
তাদের সাথে এসব ছিল
পূর্বের এত যে কই গেল?
শৈশব কৈশোর ও যৌবন
তারা সকলই ছিল সুজন।
একে অপরের ছিল সাথী
আরোও চলত হাতাহাতি।
স্কুলেরো প্রতিযোগী তারা
পড়া লেখায় হতোই সেরা।
ক্লাসের উপস্থিতি রীতিমত
চলতো আরো কথা মতো।
খেলা ধূলায় রইত জড়িত
বন্ধুদের সাথে কত লড়িত।
প্রতিযোগীতায় করত জয়
উল্লাস আনন্দ আরো রয়।