শিশু দিবস

শিশুদের নিয়ে ‘শিশু দিবস’ উদযাপিত হয়
এ দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিনের
অঙ্গীকার সকল শিশুর সম অধিকার’ রয়।

পৃথিবীর বিভিন্ন দেশে হয় এ দিবস পালিত
প্রথমবার শিশু দিবস তুরস্কে সম্পাদন হয়
জাতিসংঘ ১৯৫৪ এর ২০ নভেম্বরে লালিত।

বিশ্ব শিশু দিবস হিসেবে ও হয় উদযাপন
২০ নভেম্বরে আবার আন্তর্জাতিক শিশু
দিবস জুন ১ তারিখে করা হয় নিষ্পাদন।

শিশু দিবসগুলোতে নিয়ে শিশুদের অধিকার
ব্যাপক আলোচনাও পদক্ষেপই গ্রহণ এবং
বাস্তবায়নে কাজ করে অর্জন হয় স্বাধিকার।

ইংল্যান্ডে মানুষের ৩৫ বছর ছিল গড় আয়ু
দুই-তৃতীয়াংশ শিশু ৪ বছর বয়সের পূর্বেই
তাদের বের হয়ে যেত জীবনের শেষ বায়ু।

৫ বছর কম বয়সী শিশু মৃত্যুহার বাংলাদেশে
কমেছে বটে নবজাতক শিশু মৃত্যুর যে শীর্ষ
তালিকায় ও ১০টি দেশের অন্যতম স্বদেশে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *