শীঘ্র ভুলে
মানুষ কষ্টের কথা অনেকদিন মনে রাখে
সুখের কথা মানুষ শীঘ্র ভুলে যেয়ে থাকে ।
ভুলেতে বিবেকের দংশনের তীব্রতা বেশি
নিজে ভূল করাতে অন্যকে করেনি দোষী।
বহু বছর পরেও আজ সম্পুর্ণ মনে আছে
শৈশবের বেলুন হজমির স্বাদ থাকে মিশে।
বড়ো হয়েই বিদেশী চকলেটের স্বাদ ভূলে
কারণ সে স্মৃতি সতত সুখের সীমায় গড়ে।
আরো যে বন্ধুকেই পরম বিশ্বাস করা হয়
তার বিশ্বাস ঘাতকতা আজীবন মনে রয়।
দৈনিক কত শত উপকার কত জনে করে
স্মৃতির তীব্রতায় গরম লোহার ছাপ পড়ে।
আনন্দ উল্লাসের যতো মনে রয় ক্ষনস্থায়ী
দু:খ যাতনার কথা স্মরণ থাকে দীর্ঘস্থায়ী।