সঞ্জীবিত
কেহ চায়না শুকিয়ে যাক ফুল
তারা লুকিয়ে মেঘ ঝরেই যাবে
অনেকের ভালোবাসা অচিরে
হারিয়ে থাকে শেষে আশ্রয়ের
চায় একটি নির্ভরযোগ্য কোল।
মিস করছি প্রিয় পাখি তোরে
কোথায় কেমন আছিস এখন
আমার চোখের আড়ালে তয়
শুনতে ইচ্ছে করে তোর মিষ্টি
সুরে তুই কোথায় কতো দূরে।
একটা ফুল সে একাই যথেষ্ট
বাগান সাজিয়ে দেবার জন্যে
তারা গুনান্বিত সে রূপ গোটা
পৃথিবীকে আলোকিত করতে
এজন্য ধরণীটি আরো শ্রেষ্ঠ।
এ পৃথিবীর সম্পর্কিত কোনো
একটা বন্ধুই যথেষ্ট তখন অন্য
কোন তোয়াক্কা না করে চাঁদের
উজ্জীবিত আলো পুরোজীবন
ব্যস্ত দীপ্তি দেবার জন্যে যেনো।