সত্যের জয় হয়

বহুল প্রচলিত প্রবাদও আছে
সত্য মুক্তি দেয় ও মিথ্যা ধ্বংস
করে যেই ব্যক্তি মিথ্যার ওপর
অটল তার ভিত্তি এত নড়বড়ে
যে তা যে কোনোও সময় তার
ওপর পড়ার সম্ভাবনা রয়েছে।

সত্যের ওপর অটল থাকবে যে
আল্লাহ সত্যবাদীর সঙ্গে থাকেন
আর মিথ্যা বাদীর সঙ্গে শয়তান
শেষ পর্যন্ত থাকে না শয়তানের
স্বভাব তো এটাই প্ররোচনা দিয়ে
বিপদের সময় কেটেই পড়ে সে।

জান্নাতে যাবে নাতো নেশাখোর
যতক্ষণ পর্যন্ত তওবা নাহি করে
তার এ পাপ মার্জনা যে হবে না
নেশাদার জিনিস পান শরীরের
পক্ষেও মারাত্মক যার ফলে সে
পড়েই থাকবে বেহেশত হতে দূর।

ব্যভিচার সমাজও কুলষিত করে
ব্যভিচারের কারণে দুনিয়ায় নেমে
আসে আল্লারও গজব ইহা হারাম
আর জঘন্য অপরাধ মূলক কাজ
আল্লাহর অসন্তুষ্টিও উপরে পড়ে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *