সময় সীমিত !

চিরন্তন নিয়মে জীবন সংগীও চলে যায়
কখনো এ জগতে কেহ স্থায়ী বসবাসের
জন্য আসেনি সৃষ্টি কর্তার হুকুমে বিদায়
নেওয়ার পরে আত্নীয় স্বজন সবার মনে
সে লোকটির জন্য কতোই যে কষ্ট পায়!

স্রষ্টার অমোঘ বাণী জন্মিলে মরতেই হবে
পরিবার পরিজন আত্নীয় স্বজন যত বন্ধু
বান্ধব পাড়া পড়শী সমাজ সকলের সঙ্গে
চলাচলের সময় ভাল ব্যবহার আর নেক
আমল আখলাক এসব কিন্তু স্মরণ রবে!

সকলের যেহেতু সীমিত সময়ের বসবাস
সেজন্যে আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহর
পথে চলে বন্দেগীতে মংগল অর্জন এবং
অসদাচার অন্যায় অবিচার করে গেলেই
ইহ আর পরকালের জীবন হবে সর্বনাশ!

আশরাফুল মাখলুকাত মোরা সব মানুষ
ক্ষণস্থায়ী জীবনে স্বাস্থ্য ধন সম্পদ ঐশ্বর্য
বিত্ত বৈভব এ গুলো কোন কিছুর গৌরব
না করে কেবলমাত্র খোদা তায়ালার যত
শুকরিয়া আদায়ে চলতে রেখে যাব হুশ!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *