সাধন ভজন
আচানক নামটি তাঁহার
আরো কত বছর আগে
অসীম পারদর্শী ছিলেন
ধ্রুপদ সংগীত সব রাগে।
সুনাম আর খ্যাতিতে নাম
কতো করেছিলেন অর্জন
কিন্তু তারও কণ্ঠে ছিলো
যেনো মেঘের মত গর্জন।
খুব ভোরে বা সাঁঝে যখন
সাধন ও ভজন হতো শুরু
ভাবতে হতো বরষার মেঘ
ডাকছে অনেক গুরু গুরু।
এতোও অধিক উচ্চে ওঠে
কারো গলার কতো কাজ
শেষে প্রবচনে বলে তাকে
যত জোরেসুরে আওয়াজ।